Ajker Patrika

ভোটের সরঞ্জাম বহনে নছিমন-করিমনই যেন ভরসা 

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯: ৫৫
ভোটের সরঞ্জাম বহনে নছিমন-করিমনই যেন ভরসা 

সড়কে নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক্টর-ট্রলি—এসব যানবাহন অবৈধ। নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব অবৈধ যানবাহনে করে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। তবে এই বহরে পিকআপ থাকলেও সংখ্যা খুবই নগণ্য। 

আজ শনিবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে অবৈধ এসব যানবাহনের ভিড়। দুপুর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যানবাহনগুলো একে একে ছুটছে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে। এতে সরঞ্জামের সঙ্গে যাত্রী হতে হয়েছে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপিসহ অন্যদের। 

সদরের দারোয়ানী এলাকার ভটভটিচালক রশিদুল হোসেন (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘এইখানোত করি মুই গরু ধরি বিভিন্ন হাটোত যাও। ওই সময় হামাক রাস্তাত চলির দেয় না। এলা আদর করি ডাকে আনি ভোটকেন্দ্রেত পাঠাছে।’ 

একই সময় সদর উপজেলা পরিষদ থেকে ট্রাক্টর-ট্রলিতে করে নির্বাচনী সরঞ্জামসহ সোনারায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা গেছে এক প্রিসাইডিং কর্মকর্তাকে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ঝুঁকি হলেও দায়িত্ব পালনের স্বার্থে সরকারি নির্দেশনা মানতে হচ্ছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন ‘এক দিনে জেলার ৫৬৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে এত গাড়ি সংগ্রহ করা সম্ভব না। এ কারণে বৈধ, অবৈধ সব যানবাহন ব্যবহার করতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত