জসিম উদ্দিন, নীলফামারী
সড়কে নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক্টর-ট্রলি—এসব যানবাহন অবৈধ। নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব অবৈধ যানবাহনে করে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। তবে এই বহরে পিকআপ থাকলেও সংখ্যা খুবই নগণ্য।
আজ শনিবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে অবৈধ এসব যানবাহনের ভিড়। দুপুর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যানবাহনগুলো একে একে ছুটছে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে। এতে সরঞ্জামের সঙ্গে যাত্রী হতে হয়েছে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপিসহ অন্যদের।
সদরের দারোয়ানী এলাকার ভটভটিচালক রশিদুল হোসেন (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘এইখানোত করি মুই গরু ধরি বিভিন্ন হাটোত যাও। ওই সময় হামাক রাস্তাত চলির দেয় না। এলা আদর করি ডাকে আনি ভোটকেন্দ্রেত পাঠাছে।’
একই সময় সদর উপজেলা পরিষদ থেকে ট্রাক্টর-ট্রলিতে করে নির্বাচনী সরঞ্জামসহ সোনারায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা গেছে এক প্রিসাইডিং কর্মকর্তাকে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ঝুঁকি হলেও দায়িত্ব পালনের স্বার্থে সরকারি নির্দেশনা মানতে হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন ‘এক দিনে জেলার ৫৬৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে এত গাড়ি সংগ্রহ করা সম্ভব না। এ কারণে বৈধ, অবৈধ সব যানবাহন ব্যবহার করতে হচ্ছে।’
সড়কে নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক্টর-ট্রলি—এসব যানবাহন অবৈধ। নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব অবৈধ যানবাহনে করে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। তবে এই বহরে পিকআপ থাকলেও সংখ্যা খুবই নগণ্য।
আজ শনিবার জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে দেখা গেছে অবৈধ এসব যানবাহনের ভিড়। দুপুর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যানবাহনগুলো একে একে ছুটছে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশে। এতে সরঞ্জামের সঙ্গে যাত্রী হতে হয়েছে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপিসহ অন্যদের।
সদরের দারোয়ানী এলাকার ভটভটিচালক রশিদুল হোসেন (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘এইখানোত করি মুই গরু ধরি বিভিন্ন হাটোত যাও। ওই সময় হামাক রাস্তাত চলির দেয় না। এলা আদর করি ডাকে আনি ভোটকেন্দ্রেত পাঠাছে।’
একই সময় সদর উপজেলা পরিষদ থেকে ট্রাক্টর-ট্রলিতে করে নির্বাচনী সরঞ্জামসহ সোনারায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা গেছে এক প্রিসাইডিং কর্মকর্তাকে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ঝুঁকি হলেও দায়িত্ব পালনের স্বার্থে সরকারি নির্দেশনা মানতে হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন ‘এক দিনে জেলার ৫৬৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে এত গাড়ি সংগ্রহ করা সম্ভব না। এ কারণে বৈধ, অবৈধ সব যানবাহন ব্যবহার করতে হচ্ছে।’
খাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
২০ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
২৫ মিনিট আগেনির্যাতনের শিকার রুজিনা বলেন, ‘মামা-মামি আমার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দেননি। প্রতিদিন মারতেন। পিঠে ব্লেড ও দা দিয়ে জখম করেন। গরম খুনতি দিয়ে ছ্যাঁকা দিতেন। পায়ের আঙুলগুলো পুতা দিয়ে থেঁতলে দেন। পুতা, দা, ছুরিসহ নানা কিছু দিয়ে শরীরে আঘাত করতেন। দুই হাতে পেটানোর কারণে ফুলে গেছে। আমাকে ঠিকমতো...
৩৫ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামক একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৪১ মিনিট আগে