Ajker Patrika

রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিসৌধের ধস রোধে পদক্ষেপ নিল প্রশাসন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিসৌধের ধস রোধে পদক্ষেপ নিল প্রশাসন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়া রোধে নির্মাণ করা হয়েছে গাইড ওয়াল ও প্রাচীর। সম্প্রতি উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব নির্মাণ করা হয়।

গত বছরের ১৫ ডিসেম্বর ‘রাণীশংকৈল খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়ার আশঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। স্থানীয়দের বরাতে সংবাদে বলা হয়, উপজেলা প্রশাসনের সঠিক তদারকির অভাবে স্মৃতিসৌধের সঙ্গে থাকা পুকুরটিতে প্রতি বছর মাটি ধসে পড়ছে। স্মৃতিসৌধের কাছের মাটি ধসার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি ধসে গেলে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরসহ গণকবরের মাটিও ধসে শহীদদের স্মৃতি বিজড়িত মাটি বিলীন হয়ে যেতে পারে। অবশ্য মাটি ধসে একটি মেহগনি গাছ পুকুরের পানিতে পড়ে।

ওই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধের নিরাপত্তাজনিত ইটের প্রাচীর সংস্কার করা হয়েছে। এ ছাড়া স্মৃতিসৌধ মাটি যাতে ধসে না পড়ে সে জন্য পুকুরের পাশে ইটের গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘স্মৃতিসৌধের মাটি ও প্রাচীর যেন পুকুরের পানিতে ধসে না যেতে পারে সে জন্য পুকুরের পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধের গ্রিলের স্থানে ইটের প্রাচীর করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত