Ajker Patrika

ঠাঁই নেই রংপুরের কালেক্টরেট মাঠে

রাশেদ নিজাম, রংপুর থেকে
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২০: ০০
ঠাঁই নেই রংপুরের কালেক্টরেট মাঠে

দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশস্থল। সকাল থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে দলটির নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে, শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তাঁরা।

যাঁরা দুই দিন আগে থেকেই এই বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য আশপাশে ছিলেন, তাঁরা সকাল সকাল চলে এসেছেন মাঠে।

দুপুর পৌনে ১২টায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, মঞ্চে এ জেড এম জাহিদ, আসাদুল হাবীব দুলুসহ বিএনপির নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। মাইকে ঘোষণার মধ্য দিয়ে তাঁরা জনস্রোতকে বরণ করে নিচ্ছেন।

rangpur_somabesh-top-shotলালমনিরহাটের পাটগ্রাম থেকে সমাবেশে যোগ দিতে আসা আনছার আলী (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘রোদ-বৃষ্টি কিছুই না। বর্তমান সরকার গরিব মানুষের যে হাল করেছে, দ্রব্যমূল্য দফায় দফায় বাড়াচ্ছে। দ্রব্যমূল্য যাতে কমে, সে জন্যই আজ এই সমাবেশে এসেছি।’

রংপুর বিভাগীয় সমাবেশের মঞ্চে একটি আসন খালেদা জিয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে।সমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি ফাঁকা আসন রাখা হয়েছে। বিএনপির সব সমাবেশেই এমনটি রাখা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। তিনি মুক্ত থাকলে এখানে উপস্থিত থাকতেন। তাই আসন ফাঁকা রাখা হয়েছে। 

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে শুক্রবার থেকে দুই দিনের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়লেও বিএনপির কর্মীরা দলেবলে নানা উপায়ে সমাবেশস্থলে আসেন। পথে তাঁদের কোথাও কোনো বাধা দেওয়া হয়নি বলেও জানান তাঁরা।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির চতুর্থ গণসমাবেশ হচ্ছে। এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করেছে দলটি।

সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত