Ajker Patrika

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার জাফলং জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক। তাঁরা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুকিতসহ ২৮ জনের একটি দল সকালে বাসযোগে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তাঁরা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামেন। খেলা শেষে তাঁরা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যান। অন্য দুজন তীরে উঠলেও নিখোঁজ হন মুকিত। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা–পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

তাঁর সঙ্গে থাকা শাওন জানান, তাঁরা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দুজন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যান মুকিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার ওবায়দুল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত