Ajker Patrika

নরসিংদীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার 

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৬: ১৩
নরসিংদীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার 

কুড়িগ্রামের রৌমারী থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী গাছবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মামুন মিয়া উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং নরসিংদীতে পার্লার ব্যবসায়ী মার্জিয়া আক্তার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরোয়ানা মূলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে নরসিংদীর বেলাবতে মার্জিয়া আক্তার কান্তা নামে এক নারীকে হত্যার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলা সূত্রে জানা গেছে, মার্জিয়া আক্তার কান্তা ঢাকার সাভারের পার্লার ব্যবসায়ী ছিলেন। ২০১৯ সালে কান্তার স্বামী সাগর ও তার ফুপাতো ভাই মামুন মিলে কান্তাকে কুয়াকাটা নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে দুজন মিলে কান্তাকে হত্যা করে পালিয়ে যান।

ওই হত্যাকাণ্ডের মামলার বিচারে আদালত প্রধান আসামি কান্তার স্বামী সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর তার সহযোগী মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সাগর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত