Ajker Patrika

নীলফামারী-২ আসনে টানা ৫ বার আ.লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২২: ১৩
নীলফামারী-২ আসনে টানা ৫ বার আ.লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর

নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শুধু শহরে নয়, ইউনিয়ন পর্যায়ে চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ।

জেলা আওয়ামী লীগের সূত্রমতে, নূর ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর মধ্যে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা সফলতায় দ্বাদশ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সাংবাদিকেদের বলেন, ‘পঞ্চমবারের জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিলেন। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নেত্রীকে। পাশাপাশি নীলফামারীর মানুষও আমার ওপর আস্থা রেখেছেন। দলীয় কর্মী হিসেবে, একজন এমপি হিসেবে আমি চেষ্টা করেছি আন্তরিকতার সঙ্গে তাঁর (নেত্রী) নির্দেশ অনুযায়ী জনগণকে সেবা দিতে।’

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর পঞ্চমবার মনোনয়ন পাওয়া আনন্দ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। 

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সৎ-যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় নেত্রীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত