Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বিপর্যস্ত জনজীবন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২: ৫২
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বিপর্যস্ত জনজীবন

কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। যদিও মাঘ মাস শুরু হতে আরও এক দিন বাকি, কিন্তু দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরে সূর্যের দেখা নেই বললেই চলে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে দিনাজপুরে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। 

গত কয়েক দিন ধরেই জেলায় বেড়েছে শীতের দাপট। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার পরিবহন চলছে ধীরগতিতে। 

গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে এসেছেন রবিন দাশ। তিনি বলেন, শীতের সকালে গত দুই দিন ধরে এখানে বসে থেকে চলে যাচ্ছি, কাজ পাচ্ছি না। কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। 

রামনগরের ষাটোর্ধ্ব মকসেদুর রহমান বলেন, ‘যে শীত শুরু হইছে, কেমন করি মানুষ বাড়ি থেকে বের হইবে। এইরকম শীত চলিতে থাকিলে হামার মতোন বুড়া মানুষগুলা বাঁচা কঠিন হই যাবে।’ 

তীব্র শীতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শনিবার সকালের দৃশ্য। ছবি: আজকের পত্রিকাভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘শীতের কারণে মানুষ বেশির ভাগ কাজ বন্ধ রাখিছে। বাহির হইয়াও ভাড়া পাওয়া যায় না। কিন্তু এইভাবে চলিলে তো না খাই থাকিবা নাগিবে।’ 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। জেলায় এ সপ্তাহের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত