Ajker Patrika

কুড়িগ্রামে সহযোগী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫: ৩৮
কুড়িগ্রামে সহযোগী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের বাস টার্মিনাল এলাকায় নিজ বাড়ি থেকে আবু তাহের (৫৭) নামে এক সহযোগী অধ্যাপকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকার হিঙ্গন রায় কবরস্থানপাড়ার নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। 

আবু তাহের জয়পুরহাটের মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে কলেজ চত্বরের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় জুতা পায়ে ওঠার অভিযোগ ওঠে আবু তাহেরের বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। আবু তাহেরের স্ত্রী নাদিরা বেগম একজন স্কুলশিক্ষিকা। তাঁদের দুই ছেলে রয়েছেন। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত রয়েছেন। 

উলিপুর সরকারি কলেজে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তাঁর পদোন্নতি ও বেতন কমানোসহ অন্যান্য সুবিধা বন্ধ করার নির্দেশ দেয় এবং তাঁকে বদলির আদেশ দেয়। রাষ্ট্র বাদী হয়ে মামলাও করে। এ নিয়ে মানসিক অস্থিরতা ও হতাশায় ভুগছিলেন তিনি। 

আবু তাহেরের স্ত্রী নাদিরা বেগম বলেন, ‘আজ সকালে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি। পরে তাঁকে খুঁজতে গিয়ে বাড়ির দ্বিতীয় তলার ফাঁকা ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।’

নাদিরা বেগম আরও বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ভালো মানুষ। মামলা নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।’ 

ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত