Ajker Patrika

৬ বছর পালিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ২১: ১৪
৬ বছর পালিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি

ছয় বছর পালিয়ে থেকেও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি কুড়িগ্রামের নাগেশ্বরীর নুর হোসেন। গতকাল সোমবার টাঙ্গাইলের সখীপুর থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন।

নুর হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল রাতেই তাঁকে কচাকাটা থানায় আনা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মামুন জানান, নুর হোসেনের নামে ২০১৮ সালে স্পেশাল ট্রাইব্যুনালে মাদক মামলা হয়। এরপর ছয় বছরে তিনি ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। এই সময়ে কোথাও তিনি অনেক দিন না থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন।

এদিকে অনেক দিন পলাতক থাকায় নুর হোসেনের নামে পরোয়ানা জারি হয়। এরপর গোপনে তথ্য পেয়ে গতকাল কচাকাটা থানা-পুলিশ টাঙ্গাইলের সখীপুর থানা-পুলিশের সহযোগিতায় সখীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত