Ajker Patrika

দিনাজপুরে ট্রাকের সঙ্গে বাস-ভ্যানের সংঘর্ষ, নিহত ৬

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৮: ৩৯
দিনাজপুরে ট্রাকের সঙ্গে বাস-ভ্যানের সংঘর্ষ, নিহত ৬

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে বাস ও ভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাবিল কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ও ভ্যান থেকে ছিটকে পড়ে আরও একজন নিহত হন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৮ জন আহত হয়েছেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক, নাবিল কোচের চালকের সহকারী ও ভ্যানের আরোহী নিহত হয়েছেন। অন্য তিনজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) যাচ্ছিল ঢাকার উদ্দেশে। পাঁচবাড়ী চকরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

দিনাজপুরে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকাএদিকে বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটি দিনাজপুর সদরের পাঁচবাড়ী বাজার এলাকায় এলে একটি ধানবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে ধানের বস্তার ওপরে বসে থাকা এক ব্যক্তি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত