দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে বাস ও ভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাবিল কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ও ভ্যান থেকে ছিটকে পড়ে আরও একজন নিহত হন।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৮ জন আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক, নাবিল কোচের চালকের সহকারী ও ভ্যানের আরোহী নিহত হয়েছেন। অন্য তিনজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) যাচ্ছিল ঢাকার উদ্দেশে। পাঁচবাড়ী চকরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটি দিনাজপুর সদরের পাঁচবাড়ী বাজার এলাকায় এলে একটি ধানবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে ধানের বস্তার ওপরে বসে থাকা এক ব্যক্তি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে বাস ও ভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাবিল কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ও ভ্যান থেকে ছিটকে পড়ে আরও একজন নিহত হন।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৮ জন আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক, নাবিল কোচের চালকের সহকারী ও ভ্যানের আরোহী নিহত হয়েছেন। অন্য তিনজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) যাচ্ছিল ঢাকার উদ্দেশে। পাঁচবাড়ী চকরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটি দিনাজপুর সদরের পাঁচবাড়ী বাজার এলাকায় এলে একটি ধানবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে ধানের বস্তার ওপরে বসে থাকা এক ব্যক্তি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্য
৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র সামিউল করিমের মরদেহ মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন বাড়িতে। সেখানে নানা বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।
১০ মিনিট আগেজামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার জালাল মাস্টারের মেয়ে।
১৩ মিনিট আগেগোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে।
১৫ মিনিট আগে