পঞ্চগড় প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার (১১ জুন) পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এদিন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য শুভ উদ্বোধন করা হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উল্লেখ্য, সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার চালু হতে যাচ্ছে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষের রংপুরে যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের। কিছুদিন আগে মাননীয় রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেন চেয়ে দাবি তোলা হয়েছিল। অবশেষে শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এতে করে এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হতে যাচ্ছে। একই সঙ্গে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে, তা এই ট্রেনের মাধ্যমে আরও প্রভাব ফেলবে।
এদিকে পঞ্চগড়-সান্তাহার রেল রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু হতে যাওয়ায় স্বস্তির পাশাপাশি অনেকটাই খুশির আমেজ দেখা গেছে পঞ্চগড়বাসীর মধ্যে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার (১১ জুন) পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এদিন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য শুভ উদ্বোধন করা হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উল্লেখ্য, সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার চালু হতে যাচ্ছে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষের রংপুরে যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের। কিছুদিন আগে মাননীয় রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেন চেয়ে দাবি তোলা হয়েছিল। অবশেষে শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এতে করে এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হতে যাচ্ছে। একই সঙ্গে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে, তা এই ট্রেনের মাধ্যমে আরও প্রভাব ফেলবে।
এদিকে পঞ্চগড়-সান্তাহার রেল রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন চালু হতে যাওয়ায় স্বস্তির পাশাপাশি অনেকটাই খুশির আমেজ দেখা গেছে পঞ্চগড়বাসীর মধ্যে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা
৩ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. অনিক শেখ (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর-বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মোটরসাইকেল, মুন্সিগঞ্জ, আত্মহত্যা, শ্রীনগর, মৃত্যু
১৩ মিনিট আগেজাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা।
২২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের জোড়পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
২৯ মিনিট আগে