Ajker Patrika

হাতীবান্ধায় শিক্ষার্থীকে মারধরের ঘটনার মূল হোতার সহযোগী গ্রেপ্তার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৬: ১৩
হাতীবান্ধায় শিক্ষার্থীকে মারধরের ঘটনার মূল হোতার সহযোগী গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্র মেহেদি হাসান লিখনকে মারধরের ঘটনার মূল হোতা সিফাতের সহযোগী জয়কে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩, রংপুর। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত জয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে র‍্যাব। পরে রাতে হাতীবান্ধা থানার পুলিশের কাছে সোপর্দ করে। 

এর আগে গত শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকা থেকে সিফাতের বাবা হাসানুর রহমান হিরু (৪০) ও জয়ের বাবা দুলু মিয়াকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, কেতকীবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লিখনকে মারধরের ঘটনায় জয়কে নীলফামারী জেলার ডিমলা উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে র‍্যাব-১৩, রংপুর। পরে রাতে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিদ্যালয় চলাকালীন অভিযুক্তরা ক্লাসরুমে প্রবেশ করে কিছু শিক্ষার্থীকে মারধর করে। এ সময় প্রতিবাদ করলে তারা মেহেদি হাসান লিখনের ওপর চড়াও হয়। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু ওই দিন সন্ধ্যার আগে ফোন করে মেহেদি হাসান লিখনকে ডেকে এনে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সিফাত ও জয়। সেই মারধরের ভিডিও করেন তাঁদের সহযোগী মাহবুব। লিখনকে মারধর করে তাঁরা চলে যান। পরে খবর পেয়ে লিখনের পরিবার তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় গত শুক্রবার রাতে লিখনের বাবা রাকিব হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন উপজেলার কেতকীবাড়ী এলাকার হাসানুর রহমান হিরুর ছেলে সিফাত (১৮), দুলু মিয়ার ছেলে জয় (২০) ও মাহবুব হোসেন (২০)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত