Ajker Patrika

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

জয়পুরহাটে এক গৃহবধূকে (৩২) গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার পণ্ডিতপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) এবং বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের কয়েক যুবক তাদের পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। 

ওসি আলমগীর জাহান বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকারও করেছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত