রিমন রহমান, রাজশাহী
অনিয়ম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে বিপাকে পড়েছে খাদ্য অধিদপ্তর। ফসল সংগ্রহের লক্ষ্যে সাত লাখ বস্তা সরবরাহের জন্য রাজশাহী বিভাগের সঙ্গে যে দুটি প্রতিষ্ঠান চুক্তি করেছে, তারা বস্তা সরবরাহ করছে না। এ পর্যন্ত যে দুই লাখ বস্তা সরবরাহ করেছে, সেগুলো নিম্নমানের। এ ব্যাপারে যে তদন্ত হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দিচ্ছে না।
খাদ্য বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, নিম্নমানের খালি বস্তা সরবরাহ এবং গ্রহণ করার ব্যাপারে খাদ্য বিভাগ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি ‘দুষ্টচক্র’ কাজ করছে। ফলে তদন্ত কমিটির প্রতিবেদন আসছে না।
খাদ্য বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ফসল সংগ্রহের লক্ষ্যে ৩০ কেজি ধারণক্ষমতার এক লাখ পিস বস্তা সরবরাহের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিয়াম টেক্সটাইল অ্যান্ড জুট। আর ছয় লাখ বস্তা সরবরাহের কার্যাদেশ পায় মেসার্স হারুন অ্যান্ড সন্স নামের আরেকটি প্রতিষ্ঠান। অধিদপ্তরের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেসার্স হারুন অ্যান্ড সন্সের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর খাদ্যগুদামে ৫০ হাজার, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদামে ২ লাখ ৫০ হাজার, রহনপুর খাদ্যগুদামে ১ লাখ ও চাঁপাইনবাবগঞ্জ সদর খাদ্যগুদামে ২ লাখ খালি বস্তা সরবরাহ করবে। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি শুধু চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক লাখ পিস বস্তা সরবরাহ করেছে। তবে এই বস্তাও ত্রুটিপূর্ণ। যে ওজনের বস্তা চাওয়া হয়েছিল, তার চেয়ে ৪০ গ্রাম কম ওজনের বস্তা সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চুক্তিপত্র পরিপন্থী বেলবিহীন লুজ অবস্থায় নিম্নমানের বস্তা সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বস্তাগুলো কর্তৃপক্ষ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর খাদ্যগুদামে সরবরাহ করা এক লাখ বস্তার প্রায় অধিকাংশই নিম্নমানের এবং কম ওজনের হওয়ায় কমিটির সদস্য সংশ্লিষ্ট প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেননি। বস্তা গ্রহণ কমিটির সদস্য গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, তিনি বাইরে ছিলেন। বস্তা তাঁকে না দেখিয়েই সই করার জন্য চাপাচাপি করা হচ্ছিল। তবে তিনি না দেখে সই করেননি।
এদিকে ২৯ ডিসেম্বরের গোদাগাড়ী উপজেলার খেতুর খাদ্যগুদামে ৫০ হাজার বস্তা দেওয়ার কথা ছিল। এই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান গত সোমবার সন্ধ্যায় বলেন, ২৯ ডিসেম্বরের মধ্যে তাঁর গুদামে হারুন অ্যান্ড সন্সের ৩০ কেজি ধারণক্ষম ৫০ হাজার বস্তা দেওয়ার কথা ছিল। এখ পর্যন্ত সেই বস্তা সরবরাহ করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদাম প্রায় দুই মাস আগে মেসার্স সিয়াম টেক্সাইল অ্যান্ড জুট থেকে এক লাখ পিস খালি বস্তা গ্রহণ করে। নির্দেশ অনুসারে সেখান থেকে ২৪ হাজার পিস বস্তা চাঁপাইনবাবগঞ্জ সদর খাদ্যগুদামে পাঠানো হয়। এরপর ধরা পড়ে, বস্তাগুলো নিম্নমানের। বস্তার ওজন হওয়ার কথা ছিল ৩৩০ গ্রাম, তবে সরবরাহ করা বস্তার ওজন ২৮০ গ্রাম।
এ ছাড়া সরবরাহ করা বস্তাগুলোর বেশির ভাগ ব্যবহৃত স্টেনসিলযুক্ত। ওলটানো, ব্যবহৃত এসব বস্তায় বিভিন্ন মিলের নাম লেখা আছে। অভিযোগ, স্বল্প টাকায় এই বস্তা কিনে সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমনুরা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা ইয়াসমিন সোমবার বলেন, ‘মালগুলো সঠিক নয়।’ তিনি এ ব্যাপারে জেলা বস্তা গ্রহণ কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
বস্তা সরবরাহের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত পাঁচ লাখ বস্তা সরবরাহ করেনি মেসার্স হারুন অ্যান্ড সন্স। নিম্নমানের বস্তা সরবরাহ এবং অবশিষ্ট পাঁচ লাখ বস্তা সরবরাহ না করার ব্যাপারে যোগাযোগ করা হলে হারুন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারীর ছেলে ফয়সাল রশিদ পলক ঢাকার তাঁদের কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন। একপর্যায়ে তিনি বলেন, তাঁরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না।
বস্তা নিতে চাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্য বিভাগ প্রতি পিস বস্তা কিনছে ৫৩ টাকায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ করছে পুরোনো বস্তা। ব্যবহৃত এই বস্তা ১৫ টাকায় কিনতে পাওয়া যায়। আবার ৩৩০ গ্রাম ওজনের বস্তার চেয়ে কম ওজনের ছোট বস্তা সরবরাহ করেও অনিয়ম করা হয়েছে। সূত্র বলছে, এরপরও খাদ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা বস্তা গ্রহণে চাপ সৃষ্টি করছেন। তাই ত্রুটিপূর্ণ বস্তা নিয়ে তদন্ত হলেও কমিটি প্রতিবেদন দেয়নি। ফলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। সময় পেরিয়ে গেলেও অবশিষ্ট পাঁচ লাখ বস্তা আদায় করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘হারুন অ্যান্ড সন্স যদি বস্তা না দিয়ে থাকে, সেটা তার লোকসান। সরকারের কোনো ক্ষতি নেই। প্রতিষ্ঠানটি মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। আমরা জরিমানা করে মেয়াদ বাড়িয়ে দিয়েছি। বস্তা না দিলে সে কালোতালিকাভুক্ত হবে। তার জামানতের ১৬ লাখ টাকা সে পাবে না।’
আমনুরায় নিম্নমানের বস্তা সরবরাহের ব্যাপারে জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘সেখানে একটি তদন্ত কমিটি গেছে। তারা এখনো প্রতিবেদন পেশ করেনি। মহাপরিচালক স্যার বলছেন, প্রতিবেদন পাওয়ার আগে তো ব্যবস্থা নেওয়া যায় না। প্রতিবেদনের জন্য তাদের তাগাদা দেওয়া হয়েছে।’
অনিয়ম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে বিপাকে পড়েছে খাদ্য অধিদপ্তর। ফসল সংগ্রহের লক্ষ্যে সাত লাখ বস্তা সরবরাহের জন্য রাজশাহী বিভাগের সঙ্গে যে দুটি প্রতিষ্ঠান চুক্তি করেছে, তারা বস্তা সরবরাহ করছে না। এ পর্যন্ত যে দুই লাখ বস্তা সরবরাহ করেছে, সেগুলো নিম্নমানের। এ ব্যাপারে যে তদন্ত হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দিচ্ছে না।
খাদ্য বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, নিম্নমানের খালি বস্তা সরবরাহ এবং গ্রহণ করার ব্যাপারে খাদ্য বিভাগ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি ‘দুষ্টচক্র’ কাজ করছে। ফলে তদন্ত কমিটির প্রতিবেদন আসছে না।
খাদ্য বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ফসল সংগ্রহের লক্ষ্যে ৩০ কেজি ধারণক্ষমতার এক লাখ পিস বস্তা সরবরাহের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিয়াম টেক্সটাইল অ্যান্ড জুট। আর ছয় লাখ বস্তা সরবরাহের কার্যাদেশ পায় মেসার্স হারুন অ্যান্ড সন্স নামের আরেকটি প্রতিষ্ঠান। অধিদপ্তরের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেসার্স হারুন অ্যান্ড সন্সের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর খাদ্যগুদামে ৫০ হাজার, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদামে ২ লাখ ৫০ হাজার, রহনপুর খাদ্যগুদামে ১ লাখ ও চাঁপাইনবাবগঞ্জ সদর খাদ্যগুদামে ২ লাখ খালি বস্তা সরবরাহ করবে। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি শুধু চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক লাখ পিস বস্তা সরবরাহ করেছে। তবে এই বস্তাও ত্রুটিপূর্ণ। যে ওজনের বস্তা চাওয়া হয়েছিল, তার চেয়ে ৪০ গ্রাম কম ওজনের বস্তা সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চুক্তিপত্র পরিপন্থী বেলবিহীন লুজ অবস্থায় নিম্নমানের বস্তা সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বস্তাগুলো কর্তৃপক্ষ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর খাদ্যগুদামে সরবরাহ করা এক লাখ বস্তার প্রায় অধিকাংশই নিম্নমানের এবং কম ওজনের হওয়ায় কমিটির সদস্য সংশ্লিষ্ট প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেননি। বস্তা গ্রহণ কমিটির সদস্য গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, তিনি বাইরে ছিলেন। বস্তা তাঁকে না দেখিয়েই সই করার জন্য চাপাচাপি করা হচ্ছিল। তবে তিনি না দেখে সই করেননি।
এদিকে ২৯ ডিসেম্বরের গোদাগাড়ী উপজেলার খেতুর খাদ্যগুদামে ৫০ হাজার বস্তা দেওয়ার কথা ছিল। এই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান গত সোমবার সন্ধ্যায় বলেন, ২৯ ডিসেম্বরের মধ্যে তাঁর গুদামে হারুন অ্যান্ড সন্সের ৩০ কেজি ধারণক্ষম ৫০ হাজার বস্তা দেওয়ার কথা ছিল। এখ পর্যন্ত সেই বস্তা সরবরাহ করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদাম প্রায় দুই মাস আগে মেসার্স সিয়াম টেক্সাইল অ্যান্ড জুট থেকে এক লাখ পিস খালি বস্তা গ্রহণ করে। নির্দেশ অনুসারে সেখান থেকে ২৪ হাজার পিস বস্তা চাঁপাইনবাবগঞ্জ সদর খাদ্যগুদামে পাঠানো হয়। এরপর ধরা পড়ে, বস্তাগুলো নিম্নমানের। বস্তার ওজন হওয়ার কথা ছিল ৩৩০ গ্রাম, তবে সরবরাহ করা বস্তার ওজন ২৮০ গ্রাম।
এ ছাড়া সরবরাহ করা বস্তাগুলোর বেশির ভাগ ব্যবহৃত স্টেনসিলযুক্ত। ওলটানো, ব্যবহৃত এসব বস্তায় বিভিন্ন মিলের নাম লেখা আছে। অভিযোগ, স্বল্প টাকায় এই বস্তা কিনে সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমনুরা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা ইয়াসমিন সোমবার বলেন, ‘মালগুলো সঠিক নয়।’ তিনি এ ব্যাপারে জেলা বস্তা গ্রহণ কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
বস্তা সরবরাহের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত পাঁচ লাখ বস্তা সরবরাহ করেনি মেসার্স হারুন অ্যান্ড সন্স। নিম্নমানের বস্তা সরবরাহ এবং অবশিষ্ট পাঁচ লাখ বস্তা সরবরাহ না করার ব্যাপারে যোগাযোগ করা হলে হারুন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারীর ছেলে ফয়সাল রশিদ পলক ঢাকার তাঁদের কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন। একপর্যায়ে তিনি বলেন, তাঁরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না।
বস্তা নিতে চাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাদ্য বিভাগ প্রতি পিস বস্তা কিনছে ৫৩ টাকায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ করছে পুরোনো বস্তা। ব্যবহৃত এই বস্তা ১৫ টাকায় কিনতে পাওয়া যায়। আবার ৩৩০ গ্রাম ওজনের বস্তার চেয়ে কম ওজনের ছোট বস্তা সরবরাহ করেও অনিয়ম করা হয়েছে। সূত্র বলছে, এরপরও খাদ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা বস্তা গ্রহণে চাপ সৃষ্টি করছেন। তাই ত্রুটিপূর্ণ বস্তা নিয়ে তদন্ত হলেও কমিটি প্রতিবেদন দেয়নি। ফলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। সময় পেরিয়ে গেলেও অবশিষ্ট পাঁচ লাখ বস্তা আদায় করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘হারুন অ্যান্ড সন্স যদি বস্তা না দিয়ে থাকে, সেটা তার লোকসান। সরকারের কোনো ক্ষতি নেই। প্রতিষ্ঠানটি মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। আমরা জরিমানা করে মেয়াদ বাড়িয়ে দিয়েছি। বস্তা না দিলে সে কালোতালিকাভুক্ত হবে। তার জামানতের ১৬ লাখ টাকা সে পাবে না।’
আমনুরায় নিম্নমানের বস্তা সরবরাহের ব্যাপারে জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘সেখানে একটি তদন্ত কমিটি গেছে। তারা এখনো প্রতিবেদন পেশ করেনি। মহাপরিচালক স্যার বলছেন, প্রতিবেদন পাওয়ার আগে তো ব্যবস্থা নেওয়া যায় না। প্রতিবেদনের জন্য তাদের তাগাদা দেওয়া হয়েছে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৪ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে