Ajker Patrika

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত কর্মসূচিতে হামলা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৫, ২২: ১০
আজ বুধবার বিকেলে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার বিকেলে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।

হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।

বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।

অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত