Ajker Patrika

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের প্রায় ৪ লাখ টাকা জরিমানা আদায়, গ্রেপ্তার ১

প্রতিনিধি, জয়পুরহাট 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৫৫
জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের প্রায় ৪ লাখ টাকা জরিমানা আদায়, গ্রেপ্তার ১

লকডাউনের প্রথম সাত দিনে জয়পুরহাটে ৫৫০ জনকে প্রায় ৩ লাখ ৭৯ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী জানান, গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত