Ajker Patrika

মাদক না পাওয়ায় স্ট্রোক, কারাগারে কয়েদির মৃত্যু

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ২৩
মাদক না পাওয়ায় স্ট্রোক, কারাগারে কয়েদির মৃত্যু

নাটোর জেলা কারাগারে ওসমান শেখ (৩৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদক মামলার আসামি ছিলেন তিনি। মাদক গ্রহণ করতে না পারায় স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে। নাটোর কারাগারে তাঁর কয়েদি নম্বর ৬৯১২ /৭। 

নাটোর কারাগার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তাঁর সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নাটোর জেল সুপার আব্দুর রহিম বলেন, ‘কয়েদি ওসমান শেখ হেরোইন সেবন করতেন। তাঁকে কারাগারে আনার পর থেকেই নেশার জন্য ছটফট করতেন। বৃহস্পতিবার তিনি স্ট্রোক করেন। অসুস্থ অবস্থায় রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত