নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৬ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে