Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও লেগুনাকে বাসের ধাক্কা, আহত ১০ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৭
Thumbnail image

রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনা ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে লেগুনা ও ভ্যানচালকসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া উপজেলা সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশ এলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 

পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা খাতুন বলেন, আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি আটজনের মধ্যে পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাইদুর, গোপাল, পলাশ নামের তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নাটোরের দিকে আসছিল। পথে পুঠিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সে সময় সড়কের পাশে থাকা একটি লেগুনা ও একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় বাসটি। এতে লেগুনাচালক, ভ্যানচালক ও বাসের হেলপার, যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত