Ajker Patrika

‘মান্থলি দিলে চলে, না দিলেই আটক’ হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সিএনজিচালিত অটো রিকশাচালকদের বিক্ষোভ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
‘মান্থলি দিলে চলে, না দিলেই আটক’ হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সিএনজিচালিত অটো রিকশাচালকদের বিক্ষোভ 

হাইওয়ে পুলিশের দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটো রিকশাচালকেরা। আজ বুধবার দুপুর ১টার দিকে মহাসড়কে যানবাহন আটকে বিক্ষোভ করেন তারা। এর প্রায় ১০ মিনিট পর থানা-পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।

এ সময় বিক্ষুব্ধ চালকেরা মহাসড়কে যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রী এবং মালামাল নামিয়ে প্রতিবাদ করেন। দুপুর ২টার দিকে মহাসড়কে আবারও অটোরিকশা চলাচল শুরু হয়।

অটো রিকশাচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ মান্থলি (মাসোহারা টাকা) নিয়ে মহাসড়কে অনেক সিএনজিচালিত অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করতে দেয়। আর মান্থলি না দিয়ে মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ ধরে নিয়ে আটকে রাখে বা মামলা দেয়। অনেক সময় চালকদের মারধরও করে।

তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ। তাঁরা বলছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

বিক্ষুব্ধ সিএনজিচালিত অটো রিকশাচালক হেলাল প্রামাণিক (৩২) আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ বুধবার দুপুর ১২টার দিকে মাঝিরা বাসস্ট্যান্ডে আসি। এ সময় হাইওয়ে পুলিশ এসে আমার অটো রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করে। দু-এক কথা হতেই হাইওয়ে পুলিশ আমাকে বেদম মারপিট করেন। আমি মান্থলি দেইনা, তাই আমার অটোরিকশা আটক করতে এসেছে। অথচ আমার সামনে দিয়ে অসংখ্য সিএনজিচালিত অটো রিকশা নির্বিঘ্নে চলাচল করছে। সেগুলো মান্থলি দিয়ে চলছে বলে পুলিশ ধরছে না।’

হাইওয়ে পুলিশের দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটো রিকশাচালকেরাঅপর একজন সিএনজিচালিত অটো রিকশাচালক হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মান্থলি না দিলেই হাইওয়ে পুলিশ গাড়ি ধরে আটকে রাখে। চাহিদামতো টাকা না দিলেই ইচ্ছেমতো অঙ্কের মামলা দেন। আর টাকা দিলেই গাড়ি ছেড়ে দেন। এটা অটো রিকশাচালকদের ওপরে জুলুম করা হচ্ছে।’

অটো রিকশাচালক বাবু মিয়া (২২) ও সোহেল রানা (৩৫) আজকের পত্রিকাকে জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা দিলেই আর কোনো সমস্যা হয় না, না দিলেই সমস্যা করে। মাসোহারার টাকা ও গাড়ির মহাজনকে টাকা দেওয়ার পর তাদের আর কিছুই থাকে না।

চালক আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে অটোরিকশা ওঠা নিষেধ, আমরা সবাই জানি। কিন্তু হাইওয়ে পুলিশকে টাকা দিলেই সব পাস হয়ে যায়। আইন সবার জন্যই সমান। মাসোহারা দিয়ে কেউ মহাসড়কে উঠবে আর না দিতে পারলে কেউ মহাসড়কে উঠতে পারবে না, তা হতে পারে না। মহাসড়কে অটো রিকশা চললে সবারটাই চলবে। চলতে না দিলে, একটাও চলবে না। তবুও মান্থলি দিয়ে গাড়ি চালানো যাবে না।’

এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘একটা অটো রিকশা প্রমাণ দেখাতে পারবে না, হাইওয়ে পুলিশের হাতে টাকা দিয়েছে। আমরা সামনে যাকে পাচ্ছি তাঁকেই আটক করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত