Ajker Patrika

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৬: ৪৭
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে মিথিলা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মিথিলার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ইয়ামিন সরকারকে (২৫) আটক করেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরজোলাগাতি গ্রামে। নিহতের বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি থেকে রক্ষা পাওয়ার জন্য কৌশল করে গলায় ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

নিহত মিথিলা খাতুন উপজেলার পীরহাটি গ্রামের রেজাউল করিমের মেয়ে। 

থানার পুলিশ ও নিহতের পরিবার বলছে, প্রায় সাত বছর আগে পাশের জোলাগাতি গ্রামের সাইফুল সরকারের ছেলে ইয়ামিন সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে বাড়ির পাশের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন ইয়ামিন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি। 

মিথিলার বাবা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইয়ামিন তাঁর স্ত্রীকে বিভিন্ন সময়ে মারধর, শরীরে সিগারেটের ছ্যাঁকা, মাথার চুল কেটে দেওয়া, প্রস্রাব খাওয়ানোসহ নানাভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে তরকারিতে লবণ কম দেওয়ার অজুহাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মিথিলাকে শ্বাসরোধে হত্যা করে ইয়ামিন। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে সে।’ 

থানা-পুলিশের হেফাজতে থাকায় নিহতের স্বামী ইয়ামিন সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাই এ সময় সঠিক কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত