Ajker Patrika

পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি 

রাবি প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯: ৩৭
Thumbnail image

শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।’ 

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম।’ 

এর আগে গত সোমবার অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা অভিযোগে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত