Ajker Patrika

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৫ মে ২০২৫, ১৫: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ মারা গেছেন। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে জামতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন থেকে রেললাইনের উপর দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছিলেন। এরপর তিনি জামতলী নামকস্থানে কিছুসময় অপেক্ষা করেন। এরপর চিলাহাটি থেকে ছেড়ে আসা আপ সীমান্ত আন্তঃনগর ট্রেন আসার সময় রেল লাইনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি, গামছা আর পায়ে জুতা।

প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ওই বৃদ্ধ। তখন লোকজন থাকায় তিনি সেটা করতে পারেননি। এরপর তিনি আর একটু দুড়ে গিয়ে দাড়িয়ে থাকেন। ওই সময় আশেপাশে কোন লোকজন ছিল না। এরপর সীমান্ত আন্তঃনগর ট্রেন আসলে সে চলন্ত ট্রেনের নিচে মাথা দিতে গিয়ে পাদানীর সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান।

আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত ট্রেনের এক চালক আমাকে জানিয়েছেন রেল ষ্টেশনের দক্ষীণে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। তিনি ট্রেনের একদম পেছনের বগিতে মাথা দিতে গিয়ে ধাক্কা লাগে। পরে শুনি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত