Ajker Patrika

ঝালকাঠিতে আদালতে নিজ শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠিতে আদালতে মামলার বাদী আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছেন। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে রক্ষা করেন।

আজ রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন নলছিটি আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদার (৩২) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা করেন আল-আমিনের স্ত্রী।

ওই মামলায় আজ তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল।

স্বামীর বিরুদ্ধে মামলার ফলে স্বামী তাঁকে আর গ্রহণ করবেন না জানানোর পরেই তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বর্তমানে ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। এরপর তাঁর স্বামী তাঁকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত