Ajker Patrika

ধর্ষণচেষ্টার শিকার কলেজছাত্রীর বিষপানে আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধর্ষণচেষ্টার শিকার কলেজছাত্রীর বিষপানে আত্মহত্যা

বখাটেদের ধর্ষণচেষ্টার শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যা করেছে এক মেধাবী কিশোরী (১৭)। বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় একটি কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিল সেই কিশোরী। 

গত ১২ এপ্রিল সকাল ৯টার দিকে ওই কিশোরীর বাড়িতে কেউ থাকার সুযোগে বাবুল ও তাঁর সহযোগী রফিকুল তার ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণের চেষ্টা করে বাবুল মিয়া। কিন্তু ওই কিশোরীর চিৎকারে আশপাশ থেকে বাড়ির লোকজন ফিরে আসলে বাবুল ও রফিকুল সটকে পড়ে। ঘটনাটি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় স্বজনেরা তাকে করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

ধর্ষণচেষ্টার পরপরই ও কিশোরীর বাবা বাদী হয়ে বাবুল ও রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কলেজছাত্রীর মৃত্যুর খবর পেয়ে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে প্রায় দুই বছর ধরেই কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত বাবুল মিয়া। অতিষ্ঠ হয়ে এ বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চান তার বাবা। কিন্তু মাতব্বরেরাও এ ঘটনার কোনো সুরাহা করতে পারেনি। বিচার চাওয়ার পর থকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বাবুল মিয়া। 

নিহত কিশোরীর বাবা বলেন, ‘মেয়েকে উত্ত্যক্তের বিচার গ্রামের মাতব্বরদের কাছে চেয়ে পাইনি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারও মেয়েকে এভাবে জীবন দিতে না হয়। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, ‘অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত