বগুড়া প্রতিনিধি
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ আসামি। আজ মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সোমবার রাতে বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এর আগের দিন রোববার স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সোনাতলা থানায় তাদের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী।
আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হলেন—রেজওয়ানুল আহম্মেদ রিজভী (৪৫)। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার প্রধান আসামি সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন। তিনি বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের ছোট ভাই।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক আলী।
জামিন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের কর্মী সোনাতলা উপজেলার শিচারপাড়ার লিমন (৩২), জোড়গাছা গ্রামের রায়হান (২৮), একই গ্রামের রানা (২৬), রাজন (৩৫) ও নিপুন (২৮)।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া চারমাথা এলাকায় রেজওয়ানুল আহম্মেদ রিজভী নামে এক ব্যক্তির ওপরে হামলার ঘটনা ঘটে। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে সোনাতলা থানায় ৭ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার পর গতকাল সোমবার এজাহারভুক্ত আসামি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর আগে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। সোনাতলায় রিজভী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তারা আত্মগোপন করতে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ আসামি। আজ মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সোমবার রাতে বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এর আগের দিন রোববার স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সোনাতলা থানায় তাদের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী।
আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হলেন—রেজওয়ানুল আহম্মেদ রিজভী (৪৫)। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার প্রধান আসামি সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন। তিনি বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের ছোট ভাই।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক আলী।
জামিন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের কর্মী সোনাতলা উপজেলার শিচারপাড়ার লিমন (৩২), জোড়গাছা গ্রামের রায়হান (২৮), একই গ্রামের রানা (২৬), রাজন (৩৫) ও নিপুন (২৮)।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া চারমাথা এলাকায় রেজওয়ানুল আহম্মেদ রিজভী নামে এক ব্যক্তির ওপরে হামলার ঘটনা ঘটে। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে সোনাতলা থানায় ৭ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার পর গতকাল সোমবার এজাহারভুক্ত আসামি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর আগে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। সোনাতলায় রিজভী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তারা আত্মগোপন করতে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামের এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩১ মিনিট আগেনিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগে