Ajker Patrika

অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ 

সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের তিন দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমিন হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। 

পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালিপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুল মমিন (২২) তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ করে। এরপর ওই স্কুলছাত্রীর বাবা তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

পরবর্তীতে আজ সোমবার দুপুরে তাড়াশ থানা-পুলিশের একটি দল সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং মমিনকে গ্রেপ্তার করে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত