Ajker Patrika

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মিজানুর রহমান নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. গোলাম সারোয়ার। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

মিজানুর রহমান পলাতক রয়েছেন। তিনি জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চরবারই-ইটাতলা গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সঙ্গে মিজানুর রহমানের (২৪) বিয়ে হয়। ২০০৯ সালের ২৭ অক্টোবর সকালে জেসমিনের বাবা তোজাম্মেল হক জানতে পারেন মেয়ে মারা গেছেন। খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে মিজানুরকে পাননি। এ সময় মেয়ের মুখে ও নাকে রক্ত বের হতে দেখা যায়। এতে মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তোজাম্মেলের সন্দেহ হয়। এ ঘটনায় ২০০৯ সালের ২৭ অক্টোবর জেসমিনের বাবা তোজাম্মেল হক বাদী হয়ে মিজানুরকে অভিযুক্ত করে কালাই থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মিজানুরকে আসামি করে কালাই থানার তৎকালীন উপপরিদর্শক আকতার হোসেন আদালতে ২০১১ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন। 

আসামি পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট হতে পারিনি। তাই এ রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করব।’ 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। আসামি মিজানুর পলাতক। তাই তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ফলে, রায়ে বিচারক উল্লেখ করেছেন যে, আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাঁকে যে দিন গ্রেপ্তার করবেন, সেদিন থেকেই তাঁর সাজা কার্যকর হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত