Ajker Patrika

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোর প্রতিনিধি
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরে স্বপ্না খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চকরামপুর এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্বপ্না খাতুন নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে ও শহরের চকরামপুর এলাকার রনি সোনারের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, দুই বছর আগে নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে স্বপ্না খাতুনের সঙ্গে শহরের চকরামপুর এলাকার রনি সোনারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অর্থনৈতিক নানা বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। আজ ভোরে স্বপ্না তাঁর ভাই সজিবকে কল করে নিয়ে যেতে বলে। পরে সকালে ঘরের সিলিংয়ে স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। 

এদিকে স্বপ্নার পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তবে স্বপ্নার শ্বশুরবাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করেছেন। 

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত