Ajker Patrika

আর্থিক সহায়তার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধি
আর্থিক সহায়তার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চার দিনের এক নবজাতক চুরি হয়েছে। আজ বুধবার দুপুরে গাইনি বিভাগে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া নবজাতকের মা ইতি বেগম জানান, গত শনিবার তিনি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে ছেলে সন্তান প্রসব করেন। ইতি বেগম বগুড়া সদরের বানদিঘী গ্রামের সৈকত হোসেনের স্ত্রী।

ইতি বেগম বলেন, ‘বুধবার দুপুরে এক নারী বলেন ছেলে সন্তান জন্মগ্রহণ করায় সরকার ৫ হাজার টাকা অনুদান দেবে। এ জন্য সন্তানকে নিয়ে নিচে হাসপাতালের বহির্বিভাগে যেতে হবে। আমার বড় বোন রোজিনা বাচ্চাসহ ওই নারীর সঙ্গে নিচতলায় যান। সেখানে আমার বড় বোনকে কিছু কাগজ ফটোকপি করতে দিয়ে ওই নারী বাচ্চা কোলে নিয়ে থাকেন। কাগজ ফটোকপি করে রোজিনা ফিরে এসে দেখেন ওই নারী বাচ্চা নিয়ে পালিয়ে গেছেন।’

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। প্রতারক চক্র  আর্থিক সহায়তার কথা বলে শিশুটিকে চুরি করেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত