Ajker Patrika

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি আমদানিতে ৩ লাইসেন্স

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৮: ১১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি আমদানিতে ৩ লাইসেন্স

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি আমদানি, সংরক্ষণ ও পরিবহনের অনুমোদন মিলেছে।

জ্বালানি আমদানি ও সংরক্ষণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে পারমাণবিক এবং নিরাপত্তা নিশ্চিত করে পারমাণবিক জ্বালানি পরিবহনে রুশ প্রতিষ্ঠানকে পৃথক তিনটি লাইসেন্স দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার একটি হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের উপস্থিতিতে এসব লাইসেন্স হস্তান্তর করা হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিধিমোতাবেক শর্ত পূরণ করায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) এসব লাইসেন্স দিয়েছে।

এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ মাইলফলক জ্বালানি আমদানি ও সংরক্ষণের সক্ষমতা অর্জন করল বাংলাদেশ।

অনুষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) প্রতিটি চাওয়া আমরা পূরণ করেছি। তারাও (আইএইএ) আমাদের সহযোগিতা করেছে, আমাদের ভুল ধরে আবার সংশোধন করে দিয়েছে। এ জন্য আইএইএকে ধন্যবাদ জানাই। এই অর্জন দেশবাসীর। সারা বাংলাদেশের মানুষের চিন্তাচেতনা ও দরদের জন্যই কিন্তু আমরা এই সক্ষমতা অর্জন করেছি। কোনো শক্তিই এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশান ফেডারেশনের রোসটেকনাজোরের ডেপুটি চেয়ারম্যান এলেক্সি ফেরাপন্তভ, রোসাটমের ডেপুটি ডিরেক্টর মি এ ওয়াই পেত্রোভ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব জিয়াউল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. সত্যজিৎ ঘোষ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত