বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে একটি তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কোম্পানির ২০টির মতো বাস রাখা ছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪টার দিকে ফিলিং স্টেশন থেকে নিয়ে যায়। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন বাসগুলো থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই বাসে আগুন চোখে পড়ে। এ সময় নিজেরা চেষ্টা করার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়।
জিএম পরিবহনের মালিক সোলাইমান আলী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই ফিলিং স্টেশনে গাড়ি রাখা হয়। অবরোধের কারণে ফিলিং স্টেশনেই গাড়ি রাখা ছিল। সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে আমাদের তিনটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা করার লক্ষ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।
নাটোরের বড়াইগ্রামে একটি তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কোম্পানির ২০টির মতো বাস রাখা ছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪টার দিকে ফিলিং স্টেশন থেকে নিয়ে যায়। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন বাসগুলো থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই বাসে আগুন চোখে পড়ে। এ সময় নিজেরা চেষ্টা করার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়।
জিএম পরিবহনের মালিক সোলাইমান আলী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই ফিলিং স্টেশনে গাড়ি রাখা হয়। অবরোধের কারণে ফিলিং স্টেশনেই গাড়ি রাখা ছিল। সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে আমাদের তিনটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা করার লক্ষ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।
গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
১০ মিনিট আগেবিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড রকমের তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছি।
১২ মিনিট আগেরাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রওনা হয়েছে। এদিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভাতে কাজ করছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা। তবে দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীনভাবে জ
২৩ মিনিট আগেকক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
৩০ মিনিট আগে