বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে একটি তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কোম্পানির ২০টির মতো বাস রাখা ছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪টার দিকে ফিলিং স্টেশন থেকে নিয়ে যায়। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন বাসগুলো থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই বাসে আগুন চোখে পড়ে। এ সময় নিজেরা চেষ্টা করার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়।
জিএম পরিবহনের মালিক সোলাইমান আলী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই ফিলিং স্টেশনে গাড়ি রাখা হয়। অবরোধের কারণে ফিলিং স্টেশনেই গাড়ি রাখা ছিল। সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে আমাদের তিনটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা করার লক্ষ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।
নাটোরের বড়াইগ্রামে একটি তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কোম্পানির ২০টির মতো বাস রাখা ছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪টার দিকে ফিলিং স্টেশন থেকে নিয়ে যায়। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন বাসগুলো থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই বাসে আগুন চোখে পড়ে। এ সময় নিজেরা চেষ্টা করার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়।
জিএম পরিবহনের মালিক সোলাইমান আলী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই ফিলিং স্টেশনে গাড়ি রাখা হয়। অবরোধের কারণে ফিলিং স্টেশনেই গাড়ি রাখা ছিল। সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে আমাদের তিনটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা করার লক্ষ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১০ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
২১ মিনিট আগে