নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বর্ষায় খাল-বিলে পানিতে পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। খাল-বিলে ফোটে শাপলা-শালুক। ধান রোপণের পর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এখন অফুরন্ত অবসর। তাই এই সময়ে আয়োজন করা হয় ‘ওঁরাও’ সম্প্রদায়ের কারাম উৎসব।
এটি বৃক্ষের পূজার উৎসব। উৎসবে ওঁরাও কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। চলে নানা আচারাদি। তিন দিন ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারও এই কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়’ স্লোগান নিয়ে নেচে-গেয়ে কারাম উৎসব উদ্যাপন করেছেন ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাও সম্প্রদায়ের মানুষ।
পূর্ণিমার তিথিতে রীতি অনুযায়ী গত শুক্রবার রাত থেকে গোদাগাড়ী উপজেলার শাহানাপাড়া ফার্সাপাড়া উষার আলো যুব সংঘ মাঠে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসব শুরু হয়েছিল। তিন দিনের অনুষ্ঠান আজ রোববার শেষে হয়েছে।
ওঁরাও আদিবাসী সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার রাতে নিশি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর তিন দিনে কারাম পূজার্চনা, অধিবাস, কাহিনি, নাচ, গান, গীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলে মধ্যাহ্নভোজও। পরে কারাম বিসর্জন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আজ এই অনুষ্ঠান শেষ হয়। এই উৎসবে গোদাগাড়ী উপজেলার ১৮ ওঁরাও জনজাতির গ্রাম অংশগ্রহণ করে।
উৎসবের প্রথম দিন ওঁরাও সম্প্রদায়ের মানুষেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকেন। উপোসের মধ্য দিয়েই কারাম পূজা শুরু করেন ওঁরাও নারীরা। পরে মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকা থেকে কারামগাছের (খিল কদম) ডাল তুলে আনেন। এরপর পূজার বেদি নির্মাণ করেন। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারামগাছের ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়। পুরোহিত উৎসবের আলোকে ধর্মীয় কাহিনি শোনান। সেই সঙ্গে চলে কাহিনির অন্তর্নিহিত ব্যাখ্যা। ব্যাখ্যা শেষ হলে বেদির চারধারে ঘুরে ঘুরে সবাই নাচতে থাকেন। এভাবেই তিন দিন ধরে নানা আয়োজনে এ উৎসব উদ্যাপন করা হয়।
আজ সকালে উৎসবের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কাস্টমস গোয়েন্দা শাখার অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক সুনন্দন দাস রতন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি ও দক্ষিণ গুণিগ্রামের মোড়ল প্রসেন এক্কা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, নিমকুড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল নিরঞ্জন কুজুর প্রমুখ। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাথরঘাটা রক্ষাগোলা সংগঠনের মোড়ল মানিক এক্কা।
বর্ষায় খাল-বিলে পানিতে পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। খাল-বিলে ফোটে শাপলা-শালুক। ধান রোপণের পর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এখন অফুরন্ত অবসর। তাই এই সময়ে আয়োজন করা হয় ‘ওঁরাও’ সম্প্রদায়ের কারাম উৎসব।
এটি বৃক্ষের পূজার উৎসব। উৎসবে ওঁরাও কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। চলে নানা আচারাদি। তিন দিন ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারও এই কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়’ স্লোগান নিয়ে নেচে-গেয়ে কারাম উৎসব উদ্যাপন করেছেন ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাও সম্প্রদায়ের মানুষ।
পূর্ণিমার তিথিতে রীতি অনুযায়ী গত শুক্রবার রাত থেকে গোদাগাড়ী উপজেলার শাহানাপাড়া ফার্সাপাড়া উষার আলো যুব সংঘ মাঠে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসব শুরু হয়েছিল। তিন দিনের অনুষ্ঠান আজ রোববার শেষে হয়েছে।
ওঁরাও আদিবাসী সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার রাতে নিশি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর তিন দিনে কারাম পূজার্চনা, অধিবাস, কাহিনি, নাচ, গান, গীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলে মধ্যাহ্নভোজও। পরে কারাম বিসর্জন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আজ এই অনুষ্ঠান শেষ হয়। এই উৎসবে গোদাগাড়ী উপজেলার ১৮ ওঁরাও জনজাতির গ্রাম অংশগ্রহণ করে।
উৎসবের প্রথম দিন ওঁরাও সম্প্রদায়ের মানুষেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকেন। উপোসের মধ্য দিয়েই কারাম পূজা শুরু করেন ওঁরাও নারীরা। পরে মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকা থেকে কারামগাছের (খিল কদম) ডাল তুলে আনেন। এরপর পূজার বেদি নির্মাণ করেন। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারামগাছের ডালটি পূজার বেদিতে রোপণ করা হয়। পুরোহিত উৎসবের আলোকে ধর্মীয় কাহিনি শোনান। সেই সঙ্গে চলে কাহিনির অন্তর্নিহিত ব্যাখ্যা। ব্যাখ্যা শেষ হলে বেদির চারধারে ঘুরে ঘুরে সবাই নাচতে থাকেন। এভাবেই তিন দিন ধরে নানা আয়োজনে এ উৎসব উদ্যাপন করা হয়।
আজ সকালে উৎসবের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কাস্টমস গোয়েন্দা শাখার অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক সুনন্দন দাস রতন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি ও দক্ষিণ গুণিগ্রামের মোড়ল প্রসেন এক্কা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, নিমকুড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল নিরঞ্জন কুজুর প্রমুখ। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাথরঘাটা রক্ষাগোলা সংগঠনের মোড়ল মানিক এক্কা।
‘মাঝ রাইতে হঠাৎ বিকট শব্দে নদের বাঁধ ভাইঙা ঢলের পানি আমগর বাড়িঘরে ওঠে। কিছু বুঝবার আগেই ঘর ভাইঙা আসবাব ও হাঁস-মুরগি ভাইসা যায়। তহন প্রায় ১০ দিন স্বামী-সন্তান লইয়া মানুষের বাসায় আছিলাম।
৫ মিনিট আগেরাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে