Ajker Patrika

তানোরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে গ্রামবাসী

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে গ্রামবাসী

দীর্ঘ প্রায় ২৫ বছরের পুরোনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিরুদ্ধে। এতে প্রায় ১২টি পরিবারের কয়েকশত মানুষ চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা স্কুলে ও কৃষকেরা গরু-ছাগল তাঁদের বাড়িতে নিয়ে যেতে পারছেন না। রাজশাহীর তানোর পৌরশহরের তালন্দ কলেজের নিচপাড়া বিলধার এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা মুনজুর রহমান, কালাম হোসেন, জামাল, কমেলা বিবিসহ স্থানীয়রা জানান, তাঁরা এই রাস্তা দিয়ে প্রায় ২৫-৩০ বছর যাবৎ চলাচল করে আসছেন। গত দুদিন ধরে রাস্তার মালিকানা দাবি করে স্থানীয় শামীম, তাঁর শ্বশুর রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশের বেড়া দিয়ে তাঁদেরসহ প্রায় ১২টি বাড়ির লোকজনকে এক অর্থে অবরুদ্ধ করে রেখেছেন। জমি তাঁদের হলেও এ নিয়ে কোনো শান্তিপূর্ণ সমাধানে আছেন না তাঁরা। তাই চলাফেরা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগীরা। 

জায়গার মালিক দাবি করে শামীম নামে এক ব্যক্তি মোবাইলে এই প্রতিবেদককে বলেন, ‘১৬ কাঠার ওই জমিটি আমার স্ত্রী আফরোজা বেগমের। মূলত রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে। তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি। তবে জমির দক্ষিণ দিক দিয়ে জনসাধারণের চলাচলের জন্যে বিকল্প রাস্তা বেরও করে দিয়েছি।’ 

এ বিষয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন, ‘এই রাস্তার জায়গা নিয়ে স্থানীয়দের সমস্যাটি সমাধান করার জন্য বলেছি। এতে আমার সহযোগিতা থাকবে।’ 

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত