পাবনা প্রতিনিধি
নিজেকে কখনো জেল সুপার, কখনোবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন পাবনার চাটমোহর উপজেলার মামুন হোসেন (৩০)। ফোন করতেন কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের কাছে। বিভিন্ন উপায়ে আসামিকে জেল থেকে ছাড়ানোর আশ্বাসে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।
মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতা মামুন হোসেন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় আহাদ মোড় গ্রামের মামুন হোসেন (৩০), বোঁথড় গ্রামের ইমরান হোসেন (২৮)।
র্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তির আত্মীয়স্বজনদের টার্গেট করে প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনোবা উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। তারপর জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হন পাবনা সদর উপজেলার শ্রীকোল পশ্চিমপাড়া গ্রামের আসলাম প্রামাণিক। তাঁর বাবার জামিন করে দেওয়ার কথা বলে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
ভুক্তভোগী আসলাম র্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন ও তাঁর সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। পরে চাটমোহর থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
নিজেকে কখনো জেল সুপার, কখনোবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন পাবনার চাটমোহর উপজেলার মামুন হোসেন (৩০)। ফোন করতেন কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের কাছে। বিভিন্ন উপায়ে আসামিকে জেল থেকে ছাড়ানোর আশ্বাসে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।
মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতা মামুন হোসেন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় আহাদ মোড় গ্রামের মামুন হোসেন (৩০), বোঁথড় গ্রামের ইমরান হোসেন (২৮)।
র্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তির আত্মীয়স্বজনদের টার্গেট করে প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনোবা উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। তারপর জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হন পাবনা সদর উপজেলার শ্রীকোল পশ্চিমপাড়া গ্রামের আসলাম প্রামাণিক। তাঁর বাবার জামিন করে দেওয়ার কথা বলে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।
ভুক্তভোগী আসলাম র্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন ও তাঁর সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। পরে চাটমোহর থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৯ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২২ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২৫ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে