Ajker Patrika

জেল সুপার-উকিল পরিচয়ে কারাবন্দীর স্বজনদের সঙ্গে প্রতারণা করতেন তাঁরা

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২১
জেল সুপার-উকিল পরিচয়ে কারাবন্দীর স্বজনদের সঙ্গে প্রতারণা করতেন তাঁরা

নিজেকে কখনো জেল সুপার, কখনোবা পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন পাবনার চাটমোহর উপজেলার মামুন হোসেন (৩০)। ফোন করতেন কারাগারে বন্দীদের আত্মীয়স্বজনদের কাছে। বিভিন্ন উপায়ে আসামিকে জেল থেকে ছাড়ানোর আশ্বাসে তাঁদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।

মানুষের সঙ্গে এমনভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতা মামুন হোসেন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় আহাদ মোড় গ্রামের মামুন হোসেন (৩০), বোঁথড় গ্রামের ইমরান হোসেন (২৮)।

র‍্যাব কমান্ডার এহতেশামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তির আত্মীয়স্বজনদের টার্গেট করে প্রতারক চক্র। কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনোবা উকিল পরিচয়ে আত্মীয়স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন। তারপর জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হন পাবনা সদর উপজেলার শ্রীকোল পশ্চিমপাড়া গ্রামের আসলাম প্রামাণিক। তাঁর বাবার জামিন করে দেওয়ার কথা বলে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।

ভুক্তভোগী আসলাম র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দিলে মাঠে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন ও তাঁর সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। পরে চাটমোহর থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত