Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৮: ০৮
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়ায় বোমা তৈরির বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম বোমা তৈরির বিস্ফোরকসহ তিনটি খালি টিনের জর্দার কৌটা, ২৫০ গ্রাম লোহার পেরেক, ব্লেডের ৯০ টুকরা ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

আজ মঙ্গলবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

আটককৃত যুবকের নাম মিজানুর রহমান মিজান (২৮)। তিনি গোমস্তাপুর উপজেলার হোগলা গ্রামের সাদিরুল ইসলামের ছেলে। 

আজ বিকেলে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘র‍্যাবের দায়ের করা মামলায় ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত