Ajker Patrika

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বগুড়ার সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুজন কুমার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। 

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার সুজন সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা। 

র‍্যাব জানায়, গত ২৫ জুলাই সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করেন সুজন। ওই সময় ওই গৃহবধূর কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে এর আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সুজন। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুজন।

র‍্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, ধর্ষণ মামলার পর থেকেই সুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে জানা যায় সুজন লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত