Ajker Patrika

পলিথিনের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১০: ২৩
পলিথিনের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পলিথিনের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিনের অবাধ ব্যবহারের ফলে বায়ু, শব্দ ও মাটির দূষণ হচ্ছে। পলিথিনের ব্যবহারে সমুদ্রের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। 

আজ শনিবার দুপুরে নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের চলমান বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন। 

শাহাব উদ্দিন বলেন, ‘পলিথিনের ব্যবহার বন্ধে সরকার আইন করে দিয়েছে। আমরা চেষ্টা করছি পলিথিনের ব্যবহার বন্ধ করতে। পরিবেশের মানোন্নয়নে সরকার যেমন কাজ করছে, পাশাপাশি মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন।’ 

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভূমি বৃক্ষাচ্ছাদনের আওতায় আনার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত