Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা সুলতানা সাবা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আফরোজ সুলতানা সাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুরমোড় মহল্লার আরিফিন আরিফের স্ত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজা পরনের কাপড়ে আগুন লাগে। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত