Ajker Patrika

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ায় ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাকিবুল হাসান (২৩) নামের এক তরুণ আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে শহরে নিশিন্দার এলাকায় এলজিডি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

রাফসান সিয়াম বগুড়া শহরের বাদুড়তলা এলাকার জাহাঙ্গীর আলম অরুনের একমাত্র ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেলে করে শহর থেকে চারমাথা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। 

আহত অবস্থায় মোটরসাইকেলের চালক রাকিবুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সিয়ামের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সুজন মিঞা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত