Ajker Patrika

বগুড়ায় ১৮ লাখ টাকায় কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা, গ্রেপ্তার ১৬

বগুড়া প্রতিনিধি
Thumbnail image
বগুড়ায় কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে ১৬ গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।

গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।

জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।

গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।

এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।

যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত