Ajker Patrika

পাঁচবিবিতে ছেলের হাতে বাবা খুন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবিতে ছেলের হাতে বাবা খুন

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আব্দুল কাদের দেওয়ানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলা বরণ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ছেলে আটাপুর ইউপির সাবেক সদস্য সুলতান মাহমুদকে আটক করেছে। 

জানা যায়, নিহত আ. কাদের দেওয়ান (৭০) উপজেলার বরণ গ্রামের বাসিন্দা। 

সুলতানের স্ত্রী বলেন, ‘প্রায় নানা অজুহাতে সুলতান আমাদের মারধর করতেন।’ 

সুলতানের স্কুল পড়ুয়া মেয়ে মেয়ে বলেন, ‘আগে বাবা প্রচুর নেশা করতেন।’ 

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, আজ রোববার সকালে আ. কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছেলে খাটের পায়া দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই কাদের মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত