Ajker Patrika

ভাঙ্গুড়ায় রোকেয়া দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় রোকেয়া দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় রোকেয়া দিবস-২০২১ উদ্‌যাপিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আলোচনাসভা ও চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চারটি ক্যাটাগরিতে উপজেলার সফল চারজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য সাবিহা ইয়াসমীন, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা খাতুন এবং নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ। 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত