Ajker Patrika

জমজমাট পশুর হাট, ছত্রভঙ্গ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ) 
জমজমাট পশুর হাট, ছত্রভঙ্গ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় পশুর হাট বসিয়েছিলেন হাট কর্তৃপক্ষ। খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। পরে পশুর হাটটি ভেঙে দেওয়া হয় এবং হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার চরাঞ্চল নাটুয়ারপাড়াতে প্রতি শনিবার পশুর হাট বসে। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সব পশুর হাট বন্ধ করে দিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতিতেও জমজমাট পশুর হাট বসায় কর্তৃপক্ষ। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। পরে প্রশাসন খবর পায়। 

আজ বেলা ১২টায় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বিজিবি সদস্যদের নিয়ে ওই হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়। 

তবে নিষেধাজ্ঞার মধ্যে হাট বসানোর দায় অস্বীকার করেছেন হাটটির ইজারাদার নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন। তাঁর দাবি, এই করোনা পরিস্থিতিতে পশুর মালিকেরাই নিজেদের মতো হাটে গরু এনেছে। ক্রেতা–বিক্রেতারা এসে ভিড় করেছে। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ রকম কাজ করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে সহযোগিতা করেন, বিজিবি কমান্ডার এমদাদুল, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব মণ্ডলসহ ফাঁড়ির পুলিশ সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত