Ajker Patrika

বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫: ১৭
বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত 

বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারী মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে গাবতলী উপজেলার ভবের বাজার রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, আজ সকালে ওই নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ঘন কুয়াশা থাকায় ট্রেন দেখতে পারেননি ওই নারী। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত