Ajker Patrika

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মো. সিয়াম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ-ধামুইরহাট আঞ্চলিক মহাসড়কের নজিপুর কাঁচাবাজার সংলগ্ন হরিরামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম নজিপুর পৌরসভার ঘোষপাড়া মহল্লার আবু হানিফের ছেলে। তিনি রাজশাহী বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নওগাঁ-ধামুইরহাট সড়কের নজিপুর গোল চত্বর থেকে ধামুইরহাটের দিকে যাচ্ছিল সিয়াম। এ সময় নজিপুর কাঁচাবাজার সংলগ্ন হরিরামপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে মহাদেবপুর এলাকায় পৌঁছালে সিয়ামের মৃত্যু হয়। 

সিয়ামের বন্ধু সায়ন প্রামাণিক বলেন, ২০২০ সালের নজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিয়াম রাজশাহী বরেন্দ্র কলেজে ভর্তি হয়। এরপর থেকে পড়ালেখার জন্য সেখানেই থাকত। কিছুদিন হল সিয়াম বাড়িতে এসেছে। আজ সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ওর জন্য খুব কষ্ট হচ্ছে। 

এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রব্বানী বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত সিয়াম নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই সময় জরুরি বিভাগে দায়িত্ব থাকা চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। আমি দুপুরের পর জরুরি বিভাগে বসেছি। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় সিয়াম নামে ওই কলেজছাত্র গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত