ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে।
ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে।
বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে।
ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে