ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে।
ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে।
বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে।
ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা, যাঁর চিন্তা-চেতনায়, মন ও মননে শুধু বাংলাদেশ। তাঁর মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। তিনি রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য।
৩ মিনিট আগেচট্টগ্রামে সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলায় এক কিশোরী এবং গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেসিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আহসান কবির জনি মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মগড় এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে