Ajker Patrika

তারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মীর হেলাল। ছবি: আজকের পত্রিকা
বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মীর হেলাল। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা, যাঁর চিন্তা-চেতনায়, মন ও মননে শুধু বাংলাদেশ। তাঁর মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। তিনি রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য।

শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর হেলাল। কেন্দ্রের ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে হাটহাজারী উপজেলার ফতেহপুর, চিকনদণ্ডী ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, ‘একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মূল্য দিয়েছেন। বাংলাদেশের সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ জিয়ার নীতি-আদর্শ অনুসরণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে।’

ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত