Ajker Patrika

রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুর ১২টায় রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ; শূন্যপদে দ্রুত নিয়োগ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার; উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যোগ্যতা ছাড়া অন্য কারও আবেদনের সুযোগ না রাখা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন নির্ধারণ করা। 

শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি থেকে দ্রুত এসব দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত