লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।
পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আত্মীয়ের দাফন শেষে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন মাহাবুব আলম (৪০)। পথে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান বাবার কোল থেকে ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে দুজনই।
পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত মাহাবুব আলম রাজশাহীর বাঘার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ডাক্তার নায়েবের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ফার্মাসিস্ট ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মাহবুব আলম নাটোরের লালপুরের মোমিনপুর গ্রামে পরিবার নিয়ে ভাইয়ের শাশুড়ি কামাল উদ্দিনের স্ত্রী চায়না বেগমের দাফন করতে আসেন। জানাজার পর দাফন শেষে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাবনায় ফিরছিলেন। রাত ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বেপরোয়া অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তাঁর কোলে থাকা ১৫ মাস বয়সী শিশুসন্তান আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী শারমিন আক্তার ও আরেক সন্তান তাশফিক রহমান আহত হন। আহত সিএনজি অটোচালককে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
৭ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৯ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১২ মিনিট আগে